মাধবপুর, (হবিগঞ্জ) ২৮ নভেম্বর : গান গেয়ে ও ফুল দিয়ে বরণ করা হলো মাধবপুর মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নবীন শিক্ষার্থীদের। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রবীণরা বরন করে নেয়। আজ মঙ্গলবার সকালের কলেজ অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও পরিচালনা পর্ষদের সভাপতি দেবী চন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সহকারী কমিশনার বায়েজিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, অভিভাবক সদস্য সাইফুল আলম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, সৈয়দ ফাতিম মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সহকারী কমিশনার বায়েজিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, অভিভাবক সদস্য সাইফুল আলম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, সৈয়দ ফাতিম মাহমুদ প্রমূখ।