কলকাতা, ২৯ নভেম্বর :বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হল পরমব্রতর বউ পিয়া। সিঁথিতে নেই সিঁদুর, নতুন বউ পরেনি শাঁখা-পলাও। বিয়ের পর কালরাত্রিতে হাসপাতালে কাটাতে হচ্ছে পিয়াকে। বুড়ো বয়সে বিয়ে! নিজেই বলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। রেজিস্ট্রি মিটতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন স্ত্রী। জানেন পরম পত্নীর কী হয়েছে? ৪৩ বছর বয়সে আইবুড়ো নাম ঘোচালেন নায়ক তারপরেই হাসপাতালে ছুটতে হল, বড় দুর্ঘটনা! নাকি অন্য কিছু? সব রহস্য ফাঁস। পিয়ার সাথে কী হয়েছে জানুন। বিয়ে মিটতেই বাড়ি থেকে বেরিয়ে যান পিয়া। রিসেপশনের জন্য রেডি হতে গিয়েছিলেন পরম-সুন্দরী। ভবানীপুর হাউসে বসেছিল পরম-পিয়া বিয়ের নৈশপার্টি। সেখানেও আমন্ত্রিতের সংখ্যা হাতেগোনা। সব মোটামুটি ভালোই কাটছিল। কিন্তু মঙ্গলবারই বিপত্তি। পিয়া কোন কারণে হাসপাতালে ভর্তি? জীবনের এক গুরুত্বপূর্ণ দিনের পরেই হাসপাতালে যাওয়ার মতো কী এমন ঘটল?
পিয়া বিগত বেশ কিছুদিন ধরেই কিডনি স্টোনের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। এ নিয়ে বেশ ভুগতে হয়েছে তাঁকে। বারবার চিকিৎসকের কাছেও যেতে হয়েছে। নতুন জীবেনর সাথে আর কোনও যন্ত্রণা রাখতে চান না। সেটির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মঙ্গলবার। আগে থেকেই ডেট নেওয়া ছিল সেই মতোই মঙ্গলবার, অর্থাৎ ২৮ নভেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শোনা গিয়েছে, মাইনর একটি সার্জারি হবে পিয়ার।
আজকাল অনেক তারকাই রেজিস্ট্রি বিয়ে করলেও সিঁদুরদান, মালাবদলের মতো রীতি মেনে থাকেন। তবে তা করেননি পরম পিয়া। গাঢ় নয়, দু’জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। রিসেপশনের জন্য পরমব্রত সেজেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবিতে, সঙ্গে নীল রঙা জহর কোট। পিয়ার পরনে আসমানি নীল সিল্কের শাড়ি সাথে কনট্রাস্ট করে ব্লাউজ। পরম-পিয়ার বিয়ের আসর ছিল একান্ত ব্যক্তিগত। দুই পরিবার এবং বন্ধুদের নিয়েই হয়েছে অনুষ্ঠান। দুপুরে যোধপুর পার্কের বাড়িতে বিয়ের ছিমছাম আসরের পর সন্ধ্যায় ভবানীপুরের টাউনসেন্ড রোডে বসেছিল নবদম্পতির রিসেপশন।
পরমব্রত-পিয়ার রিসেপশনে ইন্ডাস্ট্রি থেকে আমন্ত্রিতের সংখ্যা মাত্র তিন জন। অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় এবং জল থই থই ভালোবাসারর তোতা অর্থাৎ অনুশা বিশ্বনাথন হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। তাঁরা অবশ্য পিয়ার তরফে আমন্ত্রিত ছিলেন। পিয়া চক্রবর্তীর কাছের মানুষ ঋতব্রত, সেই সূত্রেই পৌঁছেছিলেন। অতিথি তালিকা মিলিয়ে ভিতরে প্রবেশ করানো হয় আমন্ত্রিতদের। প্রাইভেট অনুষ্ঠানে যাতে কোনও ঝামেলা না বাধে সেই কারণেই।
সূত্র : প্রথম কলকাতা
পিয়া বিগত বেশ কিছুদিন ধরেই কিডনি স্টোনের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। এ নিয়ে বেশ ভুগতে হয়েছে তাঁকে। বারবার চিকিৎসকের কাছেও যেতে হয়েছে। নতুন জীবেনর সাথে আর কোনও যন্ত্রণা রাখতে চান না। সেটির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মঙ্গলবার। আগে থেকেই ডেট নেওয়া ছিল সেই মতোই মঙ্গলবার, অর্থাৎ ২৮ নভেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শোনা গিয়েছে, মাইনর একটি সার্জারি হবে পিয়ার।
আজকাল অনেক তারকাই রেজিস্ট্রি বিয়ে করলেও সিঁদুরদান, মালাবদলের মতো রীতি মেনে থাকেন। তবে তা করেননি পরম পিয়া। গাঢ় নয়, দু’জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। রিসেপশনের জন্য পরমব্রত সেজেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবিতে, সঙ্গে নীল রঙা জহর কোট। পিয়ার পরনে আসমানি নীল সিল্কের শাড়ি সাথে কনট্রাস্ট করে ব্লাউজ। পরম-পিয়ার বিয়ের আসর ছিল একান্ত ব্যক্তিগত। দুই পরিবার এবং বন্ধুদের নিয়েই হয়েছে অনুষ্ঠান। দুপুরে যোধপুর পার্কের বাড়িতে বিয়ের ছিমছাম আসরের পর সন্ধ্যায় ভবানীপুরের টাউনসেন্ড রোডে বসেছিল নবদম্পতির রিসেপশন।
পরমব্রত-পিয়ার রিসেপশনে ইন্ডাস্ট্রি থেকে আমন্ত্রিতের সংখ্যা মাত্র তিন জন। অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় এবং জল থই থই ভালোবাসারর তোতা অর্থাৎ অনুশা বিশ্বনাথন হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। তাঁরা অবশ্য পিয়ার তরফে আমন্ত্রিত ছিলেন। পিয়া চক্রবর্তীর কাছের মানুষ ঋতব্রত, সেই সূত্রেই পৌঁছেছিলেন। অতিথি তালিকা মিলিয়ে ভিতরে প্রবেশ করানো হয় আমন্ত্রিতদের। প্রাইভেট অনুষ্ঠানে যাতে কোনও ঝামেলা না বাধে সেই কারণেই।
সূত্র : প্রথম কলকাতা