যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ অভিবাসীর লাশ উদ্ধার

আপলোড সময় : ০১-০৪-২০২৩ ১২:২২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৩ ১২:২২:৩২ অপরাহ্ন
মন্ট্রিল, ০১ এপ্রিল : কানাডা ও নিউইয়র্ক রাজ্যের সীমান্তের কাছে কুইবেকের একটি জলাভূমি থেকে ছয়টি লাশ উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখছে আকওয়েসান মোহক পুলিশ সার্ভিস। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তারা ময়নাতদন্ত ও টক্সিকোলজি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে। তারা জানান, তারা এখনও নিহতদের সনাক্ত করার চেষ্টা করছেন এবং কানাডায় তাদের অবস্থান জানার চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে জানা যায়নি যে তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করা অভিবাসী কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, কুইবেকের আকওয়েসানের সি স্নাইহনে এলাকায় বিকাল ৫টার দিকে প্রথম লাশটি পাওয়া যায়। একটি রোমানিয়ান পরিবার ও অপর পরিবারের সদস্যরা ভারতীয়। এছাড়া একটি নদী থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ নিয়ে দুই শিশুসহ মৃতের সংখ্যা আটজনে পৌঁছেছে, আকওয়েসনের মোহাক টেরিটরির পুলিশ জানিয়েছে। 'এই মুহূর্তে জনসাধারণের জন্য কোনো হুমকি নেই' গত মাসে আকওয়েসান মোহক পুলিশ সার্ভিস এবং সেন্ট রেজিস মোহক ট্রাইবাল পুলিশ তাদের ভূমি ও নৌপথ দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কিছু অভিবাসীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবং জানুয়ারী মাসে বাহিনী উল্লেখ করেছে যে মানব পাচারের সাথে জড়িত ব্যক্তিরা এই অঞ্চলে সেন্ট লরেন্স নদীর তীরে উপকূলরেখা ব্যবহার করার চেষ্টা করেছিল। 
সূত্র : এবিসি নিউজ/সিবিএস নিউজ

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com