নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৯ ডিসেম্বর : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ি) গ্রাম থেকে ১৬০০ পিস ইয়াবাসহ লিটন মিয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলীর দিকনির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মৃত আমজাদ আলীর পুত্র লিটন মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লিটন একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলীর দিকনির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মৃত আমজাদ আলীর পুত্র লিটন মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লিটন একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।