যান্ত্রিক সমস্যার কারণে

ডেট্রয়েটগামী ডেল্টা বিমানের কানাডায় জরুরী অবতরণ

আপলোড সময় : ১৩-১২-২০২৩ ০৩:০৪:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৩ ০৩:০৪:৫৪ পূর্বাহ্ন
প্রতীকী ছবি/Delta Air Lines Facebook Page

ডেট্রয়েট, ১৩ ডিসেম্বর : যান্ত্রিক ত্রুটির কারণে আমস্টারডাম থেকে ডেট্রয়েটগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান  কানাডায় জরুরী অবতরণ করেছে।
এয়ারলাইন্সের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন,গত ১০ ডিসেম্বর আমস্টারডাম থেকে ডেট্রয়েটগামী ডেল্টা ফ্লাইট ১৩৫ যান্ত্রিক ত্রুটির কারণে রোববার বিকেলে নিউফাউন্ডল্যান্ডের গুজ বেতে অবতরণ করে। গুজ বে বিমানবন্দরে আবহাওয়া এবং রানওয়ের অবস্থার কারণে ক্রুদের ডিউটির সময় প্রভাবিত হয়েছিল যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম স্থগিত করেছিল। ডেল্টা গ্রাহকদের তাদের চূড়ান্ত গন্তব্যে আনতে সোমবার গুজ বেতে অতিরিক্ত বিমান পাঠিয়েছে, আমরা এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চাইছি। এয়ারলাইন্সটি আরও জানিয়েছে, রোববার থেকে সোমবার পর্যন্ত যাত্রীদের জন্য খাবার, পানি ও থাকার ব্যবস্থা করতে তারা গুজ বে'র কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছে। এছাড়াও, তারা বলেছে যে সংস্থাটি এই যাত্রীদের ক্ষতিপূরণ দেবে, তবে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে অস্বীকার করেছে। 
Source : http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com