কলকাতা, ১৫ ডিসেম্বর : প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা সুরকার অনুপ ঘোষাল। আজ দুপুর ১.৪৫ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। ভেন্টিলেশনে ছিলেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই সংগীত শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। মূলত নজরুলগীতির জন্যই জনপ্রিয় ছিলেন তিনি। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে গান গেয়েছেন অনুপ ঘোষাল। বিখ্যাত সব গান্বর সুর আজ ফিকে। শোকের ছায়া আকাশে বাতাসে।
হিন্দি-সহ নানা ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন এই শিল্পী। এর পাশাপাশি তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে। শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, অনুপ ঘোষাল ২০১১ সালে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন শোকবার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
হিন্দি-সহ নানা ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন এই শিল্পী। এর পাশাপাশি তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে। শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, অনুপ ঘোষাল ২০১১ সালে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন শোকবার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’