হবিগঞ্জ-৪ আসনে নিজের ভোট দিতে পারবেন না ৩ প্রার্থী

আপলোড সময় : ১৯-১২-২০২৩ ১২:৪২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৩ ১২:৪২:২৭ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ১৯ ডিসেম্বর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে ৩ জন প্রার্থী অন্য এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত। তাই নিজের ভোট নিজের পক্ষেই দিতে
পারবেন না তারা। 
হবিগঞ্জ-৪ আসন থেকে তারা বিভিন্ন দলের মনোনয়ন নিয়ে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এসব প্রার্থী নিয়েও ভোটারদের মধ্যে কৌতুহল রয়েছে। জাতীয় পার্টি হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে হবিগঞ্জ-৪ এ লড়ছেন আহাদ উদ্দিন চৌধুরী। তিনি ঢাকার মধ্যবাড্ডা এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত। যদিও তার পৈতৃক নিবাস মাধবপুরের একটি সম্ভ্রান্ত পরিবারে। এ আসনে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক নিয়ে জেলার নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি এলাকার ভোটার অন্তর্ভুক্ত আবু ছালেহ
প্রার্থী হয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে ছড়ি প্রতীক নিয়ে নারায়নগঞ্জের কায়েমপুর এলাকার ভোটার রাশিদুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তারা মাধবপুর-চুনারুঘাট এলাকার ভোটার না হওয়ায় নিজের ভোট নিজের পক্ষে দিতে পারবেন না।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com