আটলান্টা, ১৪ জানুয়ারি : আগামী ২৭ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাতটায় জর্জিয়া রাজ্যের আটলান্টার ৫৬৭৫ জিমি কার্টার বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া ৩০০৭১, স্যুট# ১১১ এ অবস্হিত সেবা লাইব্রেরিতে “মহর্ষি মনোমোহন জন্মোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তীর্থ আবৃওি সংগঠন, লীলাবতী সংগীত নিকেতন ও মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় রয়েছে মহর্ষি মনোমোহন দত্তের জীবনী পাঠ, তাঁর রচিত প্রবন্ধ পাঠ ও কবিতা আবৃত্তি, মহর্ষি মনোমোহন রচিত মলয়া সংগীত পরিবেশন।
জর্জিয়ার স্বনামধন্য গুণী শিল্পী, সংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিক ও আবৃত্তিকাররা “মহর্ষি মনোমোহন জন্মোৎসব” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করবেন। তাঁদের অংশগ্রহণ এ অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দেবে নিঃসন্দেহে।
“মহর্ষি মনোমোহন জন্মোৎসব” অনুষ্ঠানের আয়োজকরা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনটিকে সফল করে তুলতে জর্জিয়ার সকল প্রবাসী বাঙালিকে সপরিবারে অংশ নিয়ে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ।
তীর্থ আবৃওি সংগঠন, লীলাবতী সংগীত নিকেতন ও মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় রয়েছে মহর্ষি মনোমোহন দত্তের জীবনী পাঠ, তাঁর রচিত প্রবন্ধ পাঠ ও কবিতা আবৃত্তি, মহর্ষি মনোমোহন রচিত মলয়া সংগীত পরিবেশন।
জর্জিয়ার স্বনামধন্য গুণী শিল্পী, সংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিক ও আবৃত্তিকাররা “মহর্ষি মনোমোহন জন্মোৎসব” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করবেন। তাঁদের অংশগ্রহণ এ অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দেবে নিঃসন্দেহে।
“মহর্ষি মনোমোহন জন্মোৎসব” অনুষ্ঠানের আয়োজকরা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনটিকে সফল করে তুলতে জর্জিয়ার সকল প্রবাসী বাঙালিকে সপরিবারে অংশ নিয়ে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ।