
ডেট্রয়েট, ২৭ জানুয়ারি : দেশে গমন উপলক্ষে ফ্ল্যাক্স এন গেইট ডেট্রয়েটে কর্মরত ফয়ছল আহমদকে গতকাল রাতে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় সেকেন্ড শিফটের সুপারভাইজার গেইশা চেস্টনাট সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গেইশা চেস্টনাট তার সংক্ষিপ্ত বক্তব্যে ফয়ছল আহমদের কর্মকালীন সময়ের প্রশংসা করে বলেন, তিনি ৪ মাসের জন্য স্বদেশ যাচ্ছেন। তিনি বলেন, তার এই সফর আনন্দময় হোক।

এদিকে প্রবাসী ফয়ছল আহমদ নিরাপদ ও আনন্দময় ভ্রমন শেষে তিনি সুস্থভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারেন এজন্য সকলের দোয়া চেয়েছেন। উপস্থিত সকলকে পিৎজা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে ফ্ল্যাক্স এন গেইটর কর্মরত মাসুক আহমদের জন্মদিনের কেক কাটেন সুপারভাইজার। ফয়ছল আহমদ আজ রাত ৮টায় ডেট্রয়েট মেট্রো বিমান বন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এসময় সেকেন্ড শিফটের সুপারভাইজার গেইশা চেস্টনাট সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গেইশা চেস্টনাট তার সংক্ষিপ্ত বক্তব্যে ফয়ছল আহমদের কর্মকালীন সময়ের প্রশংসা করে বলেন, তিনি ৪ মাসের জন্য স্বদেশ যাচ্ছেন। তিনি বলেন, তার এই সফর আনন্দময় হোক।

এদিকে প্রবাসী ফয়ছল আহমদ নিরাপদ ও আনন্দময় ভ্রমন শেষে তিনি সুস্থভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারেন এজন্য সকলের দোয়া চেয়েছেন। উপস্থিত সকলকে পিৎজা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে ফ্ল্যাক্স এন গেইটর কর্মরত মাসুক আহমদের জন্মদিনের কেক কাটেন সুপারভাইজার। ফয়ছল আহমদ আজ রাত ৮টায় ডেট্রয়েট মেট্রো বিমান বন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।