সিলেটে ডা.স্বপ্নীলের মায়ের মাগফেরাত কামনায় দোয়া

আপলোড সময় : ২৮-০১-২০২৪ ১১:২৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৪ ১১:২৮:৫২ অপরাহ্ন
সিলেট, ২৮ জানুয়ারি : সিলেটের কৃতি সন্তান, সাবেক সড়ক ও জনপথ অধিদপ্তরর প্রধান প্রকৌশলী, ঢাকা ট্রান্সপার্ট কো-অর্ডিনেশন বোর্ড ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক এর উপদষ্টা প্রকৌশলী মরহুম মাহতাব উদ্দিন আহমদ এর সহধর্মীনি ও বিশিষ্ট মানবিক চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর গর্ভধারিণী মাতা আয়শা মাহতাব এর আত্মার মাগফেরাত কামনায় ২৬  জানুয়ারি (শুক্রবার) বাদ আসর সিলেটের চৌকিদেখী জামে মসজিদে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট চৌকিদেখি জামে মসজিদের ইমাম তৈয়বুর রহমানের পরিচালনায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও ফাউ‌ন্ডেশন এর প্রতিষ্ঠতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিলেট ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ফারুক চৌধুরী, মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার, কাজী দিদার মিয়া নেতৃবৃন্দসহ অত্র এলাকার মুসল্লিগণ।
উল্লেখ্য, গত (৪ ডিসেম্বর) দুপুরে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাব ঢাকা বনানীর নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামায আজ বৃহস্পতিবার বাদ এশা ঢাকার বনানী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com