মাধবপুর, (হবিগঞ্জ) ৪ ফেব্রুয়ারি : উপজেলার বেজুড়া গ্রামে সংঘর্ষে পাভেল মিয়া (৩২) নিহতের ঘটনায় জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে প্রধান আসামী করে ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০/৮০ জনের নামে থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।মোঃ হামিদ মিয়া বাদী হয়ে রোববার এ মামলা দায়ের করেছেন।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাসুদ খান, মারুফ মিয়া ও ফয়সল মিয়াকে গ্রেফতার করেছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে দুদল লোকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকই আহত হন এর মধ্যে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত পাভেল মিয়া কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ওসি রকিবুল ইসলাম খান জানান,পাভেল খুনের ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাসুদ খান, মারুফ মিয়া ও ফয়সল মিয়াকে গ্রেফতার করেছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে দুদল লোকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকই আহত হন এর মধ্যে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত পাভেল মিয়া কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ওসি রকিবুল ইসলাম খান জানান,পাভেল খুনের ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।