লুপ্ত প্রাণী লক্ষ্মী প্যাঁচার বাচ্চাকে বন বিভাগের কাছে হস্তান্তর

আপলোড সময় : ১২-০২-২০২৪ ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৪ ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি : উদ্ধার হওয়া বিলুপ্ত প্রাণী লক্ষ্মী প্যাঁচার ৩ টি বাচ্চাকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার কার্যালয়ে হবিগঞ্জ বন বিভাগের কর্মকর্তাদের হাতে বাচ্চাগুলোকে তুলে দেয়া হয়।
গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১ টায় সাংগঠনিক কাজ শেষ করে ফেরার সময় খোয়াই থিয়েটারের পিছনে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় নাট্যকর্মী জুবায়েদ হোসেন ও লিটন দাস। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর সাধারণ সম্পাদক ও খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর পরামর্শক্রমে থিয়েটারকর্মীরা বাচ্চাগুলোকে উদ্ধার করে খোয়াই থিয়েটার কার্যালয়ে নিরাপদে রাখে।

আজ সোমবার হবিগঞ্জ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা দ্রুততার সঙ্গে খোয়াই থিয়েটার কার্যালয়ে উপস্থিত হন। এসময় রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ও জিয়াউল হক রাজুর কাছে লক্ষ্মীপেঁচার বাচ্চা গুলোকে হস্তান্তর করেন বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সহসভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক ইয়াসিন খান, ফজলুল করিম, মর্তুজ আলী, স্বপন রায় প্রমুখ।
রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স আনুমানিক ১৫ থেকে ২০ দিনের মধ্যে। সঠিক পরিচর্চা করে ও উড়তে শিখলে এগুলোকে অবমুক্ত করা হবে।
তোফাজ্জল সোহেল বলেন,  লক্ষ্মীপেঁচা সচরাচর দেখা যায়না। জাতটি বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় রয়েছে। আমরা আশা করছি দ্রুতই বাচ্চা ৩ টি সুস্থ হয়ে উঠবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com