সাউথফিল্ডে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে কিশোরের মৃত্যু

আপলোড সময় : ১৪-০২-২০২৪ ১১:৩৪:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৪ ১১:৩৪:১১ পূর্বাহ্ন
সাউথফিল্ড, ১৪ ফেব্রুয়ারি : গতকাল মঙ্গলবার সাউথফিল্ড পুলিশের হাত থেকে পালানোর সময়  গাড়ি দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। সাউথফিল্ড পুলিশ ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্টহ্যাম্পটন ও এভারগ্রিন রোডে  চুরি করা একটি কিয়া গাড়ি  থামানোর চেষ্টা করে পুলিশ। গাড়িটির কিশোর চালক পালিয়ে গেলেও ওয়েস্টহ্যাম্পটন ও ওয়েস্টওভারের মধ্যবর্তী এভারগ্রিনের একটি বেড়ায় ধাক্কা মারে। উদ্ধারকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ১৭ বছর বয়সী দুই নারী যাত্রীকে প্রাণঘাতী নয় বলেও জানান তারা। ঘটনার তদন্ত চলছে। অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com