ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রাতরাশ ও আড্ডা

আপলোড সময় : ১৭-০২-২০২৪ ০১:২৬:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৪ ০১:২৬:৫২ পূর্বাহ্ন
ভার্জিনিয়া, ১৭ ফেব্রুয়ারি : গত ১১ই ফেব্রুয়ারি, ২০২৪, রোববার ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ  প্রাতরাশ ও আড্ডায় মেতে উঠেন ফোবানার কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেমিনার কমিটির চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও কবি সামছুদ্দীন মাহমুদের উডব্রিজ, ভার্জিনিয়ার বাসভবনে। 

ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই প্রাণবন্ত আড্ডা ও  প্রাতরাশে অংশগ্রহন করেন ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান (আটলান্টা), রবিউল করিম বেলাল (পেনসিলভেনিয়া), প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহিম (আরিজোনা), ২০২৫ সালের ফোবানার 

কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), ২০২৫ এর মেম্বার সেক্রেটারী মাহবুবুর রহমান ভুইয়া (আটলান্টা), বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী (লস এঞ্জেলস), সেক্রেটারী আবীর আলমগীর(নিউইয়র্ক) ও মিসেস আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ(শিকাগো), আউটস্ট্যান্ডিং মেম্বার দিলু মাওলা (আটলান্টা), সাইয়েদ আহসান কোকা (শিকাগো) ও মিসেস কোকো,  কার্যকরী পরিষদ সদস্য বাবুল হাই(ফ্লোরিডা), মহিন উদ্দিন দুলাল (আটলান্টা), কাজি নাহিদ (আটলান্টা) প্রমুখ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলার ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, বিশিষ্ট সাংবাদিক সাবেত সাথী ও সাংবাদিক জুয়েল সাদাত প্রমুখ। বিভিন্ন প্রকার শীতের পিঠা সহ হরেক পদের মুখরোচক খাবার  দিয়ে সাজানো  প্রাতরাশ খেয়ে অতিথিবৃন্দ তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আয়োজক স্যাম রিয়ার ভুয়সী প্রশংসা করেন।  

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com