মাধবপুর, (হবিগঞ্জ) ২০ ফেব্রুয়ারি : মাধবপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। সোমবার রাতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হুমায়ূন কবির গোপনসূত্রে খবর পেয়ে উপজেলার ঘিলাতলী আখড়া এলাকায় অভিযান চালিয়ে শিপন মিয়া ও শাহীন মিয়া সাদ্দাম নামে দুই মাদক কারবারি কে আটক করে। তাদের হেফাজত থেকে ওই পরিমান গাঁজা উদ্ধার করা হয়। মোঃ শিপন মিয়া (২৮) ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। শাহীন মিয়া একই গ্রামের মোঃ সফর উদ্দিনের ছেলে। মাধপুর থানার সেকেন্ড অফিসার এস আই সামসই তাব্রিজ জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।