হ্যামট্রাম্যাক, ২১ ফেব্রুয়ারি : দলাদলি আর পদ পদবির মারামারি তে বিদেশের মাটিতে স্বজনের রক্তে রঞ্জিত পার্কিং লট। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষ করে হ্যামট্রাম্যাকের বাংলা টাউনে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি মিশিগান আওয়ামীলীগের ব্যানারে হ্যামট্রাম্যাকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা ছিল। মিশিগান অঙ্গরাজ্যে স্টেট আওয়ামীলীগ ও মহানগর আওয়ামী লীগ এর নামে দুটি সংগঠনের কার্যক্রম চলমান। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ , শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ নামে ও কয়েকটি সংগঠন বিদ্যমান । সম্প্রতি আরেকটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়ে আত্মপ্রকাশ করার পর ই তাদের নিজেদের ভিতরে ভিতরে ক্ষোভ উসকে উঠে। এর মধ্যে গত কাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে হ্যামট্রাম্যাক সিটি হল কর্তৃপক্ষ অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর আয়োজন করে । সেখানে নিবন্ধিত দলগুলোর সাথে যখন মিশিগান আওয়ামীলীগ ফুল দিতে যায়, তখন অন্য পাশ থেকে অন্য আওয়ামীলীগ নেতা কর্মীরা ভূয়া ভূয়া শ্লোগান দিতে থাকে । ফলশ্রুতিতে সেখানে হাতাহাতির ঘটনায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে তড়িঘড়ি করে দায়িত্ব শীলরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ।
অনুষ্ঠান শেষে উভয় আওয়ামীলীগ বাংলা টাউনে একটি রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। সেখানেই পারস্পরিক অবস্থানের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ ঘটনায় একজনের মাথা ফেটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। সেই সাথে একজনকে আটক করে।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি মিশিগান আওয়ামীলীগের ব্যানারে হ্যামট্রাম্যাকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা ছিল। মিশিগান অঙ্গরাজ্যে স্টেট আওয়ামীলীগ ও মহানগর আওয়ামী লীগ এর নামে দুটি সংগঠনের কার্যক্রম চলমান। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ , শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ নামে ও কয়েকটি সংগঠন বিদ্যমান । সম্প্রতি আরেকটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়ে আত্মপ্রকাশ করার পর ই তাদের নিজেদের ভিতরে ভিতরে ক্ষোভ উসকে উঠে। এর মধ্যে গত কাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে হ্যামট্রাম্যাক সিটি হল কর্তৃপক্ষ অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর আয়োজন করে । সেখানে নিবন্ধিত দলগুলোর সাথে যখন মিশিগান আওয়ামীলীগ ফুল দিতে যায়, তখন অন্য পাশ থেকে অন্য আওয়ামীলীগ নেতা কর্মীরা ভূয়া ভূয়া শ্লোগান দিতে থাকে । ফলশ্রুতিতে সেখানে হাতাহাতির ঘটনায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে তড়িঘড়ি করে দায়িত্ব শীলরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ।
অনুষ্ঠান শেষে উভয় আওয়ামীলীগ বাংলা টাউনে একটি রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। সেখানেই পারস্পরিক অবস্থানের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ ঘটনায় একজনের মাথা ফেটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। সেই সাথে একজনকে আটক করে।