আটলান্টিক সিটি, ২২ ফেব্রুয়ারি : গতকাল বুধবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।
ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির , ১৪১১ পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনো ভগবৎ দর্শন হয় না।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রভীন ভিগ, তৃপ্তি সরকার,গঙ্গা সাহা, মিনু নন্দী, সুনীল দাশ, সুমি মজুমদার, ধীমান পাল, দীপা দে, রানা দাশ, বিধান সাহা,পিকলু দাশ, সোমা বিশ্বাস, ক্ষমা সরকার, ঝুমুর বিশ্বাস, ইন্দিরা চৌধুরী, সেন্টু সরকার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়মিত মাসিক ধর্মসভার আয়োজন করে থাকেন। ধর্মসভা শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির , ১৪১১ পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনো ভগবৎ দর্শন হয় না।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রভীন ভিগ, তৃপ্তি সরকার,গঙ্গা সাহা, মিনু নন্দী, সুনীল দাশ, সুমি মজুমদার, ধীমান পাল, দীপা দে, রানা দাশ, বিধান সাহা,পিকলু দাশ, সোমা বিশ্বাস, ক্ষমা সরকার, ঝুমুর বিশ্বাস, ইন্দিরা চৌধুরী, সেন্টু সরকার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়মিত মাসিক ধর্মসভার আয়োজন করে থাকেন। ধর্মসভা শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।