মাধবপুর (হবিগঞ্জ) ২৪ ফেব্রুয়ারি :মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার দুপুরে নয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার ২৯টি স্কুল কলেজ মাদ্রাসার ৩৫০জন জিপিএ ৫প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ১৭ লক্ষ ৫০ হাজার টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
ইঞ্জিনিয়ার সৈয়দ এ বি এম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান এস এম ফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এস এম শাহজাহান, সায়হাম গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ সাফকাত আহমেদ। মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কাজিরচক নেছারিয়া মাদ্রাসার পিন্সিপাল আনোয়ারুল হক মির্জা, ইউ,পি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ রায়, জগদীশপুর যুগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজগর আলী, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে ফাতেমা।
প্রধান অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের চেয়ারম্যান বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি নয়াপাড়ায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন। তাছাড়া উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য তিনি প্রতি বছর এক লক্ষ টাকা করে অনুদান দিবেন।
ইঞ্জিনিয়ার সৈয়দ এ বি এম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান এস এম ফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এস এম শাহজাহান, সায়হাম গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ সাফকাত আহমেদ। মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কাজিরচক নেছারিয়া মাদ্রাসার পিন্সিপাল আনোয়ারুল হক মির্জা, ইউ,পি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ রায়, জগদীশপুর যুগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজগর আলী, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে ফাতেমা।
প্রধান অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের চেয়ারম্যান বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি নয়াপাড়ায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন। তাছাড়া উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য তিনি প্রতি বছর এক লক্ষ টাকা করে অনুদান দিবেন।