
টেইলর, ২৯ ফেব্রুয়ারি : টেলিগ্রাফ রোডে উল্টোপথে গাড়ি চালানোর কারণে অপর এক গাড়ির সঙ্গে সংঘর্ষে ৩১ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। অপর চালক ৩৯ বছর বয়সী সাউথফিল্ডের বাসিন্দা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার পুলিশ তার অবস্থা সম্পর্কে কোনও আপডেট দেয়নি।
রোববার ভোর সাড়ে চারটে নাগাদ ইন্টারস্টেট ৯৪ থেকে টেলিগ্রাফ রোডের উত্তরমুখী লেনে একটি সাদা এসইউভি দক্ষিণমুখী যাচ্ছিল বলে টেইলর পুলিশ ফোন পায়। এর কিছুক্ষণ পরেই স্কোমবার্গ স্ট্রিটের কাছে টেলিগ্রাফ রোডে মুখোমুখি সংঘর্ষের খবর আসে। পুলিশ জানিয়েছে, সাদা রঙের ২০১০ ল্যান্ড রোভার এলআর২ গাড়ির চালক ছিলেন নিহত নারী। তার গাড়ির সাথে ২০২২ ডজ র ্যাম গাড়ির সংঘর্ষ হয়।
রোববার ভোর সাড়ে চারটে নাগাদ ইন্টারস্টেট ৯৪ থেকে টেলিগ্রাফ রোডের উত্তরমুখী লেনে একটি সাদা এসইউভি দক্ষিণমুখী যাচ্ছিল বলে টেইলর পুলিশ ফোন পায়। এর কিছুক্ষণ পরেই স্কোমবার্গ স্ট্রিটের কাছে টেলিগ্রাফ রোডে মুখোমুখি সংঘর্ষের খবর আসে। পুলিশ জানিয়েছে, সাদা রঙের ২০১০ ল্যান্ড রোভার এলআর২ গাড়ির চালক ছিলেন নিহত নারী। তার গাড়ির সাথে ২০২২ ডজ র ্যাম গাড়ির সংঘর্ষ হয়।