মাধবপুর, (হবিগঞ্জ) ৫ মার্চ : মাধবপুরে এক নারীর কাছ থেকে ১ ভরি গলার চেইন এবং কানের দুল নিয়ে গেছে একদল প্রতারক চক্র। বিজয়নগর উপজেলার সেমড়া গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী আক্তার জাহান, মঙ্গলবার সকালে তিনি মাধবপুর উপজেলায় এক আত্মীয়র বাড়ি যাবার জন্য বুদন্ততিতে একটি সিএনজি অটোরিকসায় উঠেন। অটোরিকসায় দুই নারীসহ আরো দুজন যাত্রীবেশী প্রতারক ছিল। আক্তার জাহান গাড়িতে উঠার পর কৌশলে প্রতারকদল একটি নকল স্বর্নের বার দেখায়। নানা কৌশলে কথিত স্বর্নের বার টি তার হাতে ধরিয়ে দিয়ে দেয়। এক পর্যায়ে আক্তার জাহান আনমনা হয়ে পড়ে। প্রতারক চক্র এ সুযোগে তার ১ বড়ি ওজনের স্বর্নের চেইন ও কানের দুল খুলে নিয়ে যায়। অনেকটা অচেতন অবস্থায় প্রতারক চক্র আক্তার জাহানকে মাধবপুর সদরে নামিয়ে দিয়ে চম্পট দেয়।