
মাধবপুর, (হবিগঞ্জ) ৭ মার্চ : মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা প্রশাসন।পরে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার রাহাত বিন কতুব, সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, ওসি রাকিবুল ইসলাম খাঁন (পিপি এম)বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, আযূব খান প্রমূখ। এছাড়া সকাল থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে।