সিলেট, ১০মার্চ : সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম পুলিশ সপ্তাহ ২০২৪ এ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হন। আজ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ ২০২৪ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপারকে ‘‘পিপিএম’’ পদকে ভূষিত হওয়ায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট ক্লাবসহ বিভিন্ন মহল কর্তৃক পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য পুলিশ সপ্তাহ ২০২৪ এ সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন কে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।
উল্লেখ্য পুলিশ সপ্তাহ ২০২৪ এ সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন কে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।