লাখাই, (হবিগঞ্জ) ১১ মার্চ : লাখাই বাজার মৎস্য আড়তে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ১৭ হাজার টাকা বিক্রি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকালে অষ্টগ্রাম উপজেলার শিবলা গ্রামের জনৈক জেলের হাজারী বড়শিতে ধরা পড়ে বিশাল এই মাছটি। বিশালাকার মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান লাখাই বাজার আড়তে।
লাখাই বাজার আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৭৭৫ টাকা কেজি দরে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন আড়তের আড়তদার লতিফ মিয়া।
বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, মাছটি জিইয়ে রেখে ১২ মার্চ সকালে মাছ ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করা হবে।
জেলেরা জানান, বিকেলে অষ্টগ্রাম উপজেলার ইকরদিয়ার কাটাগাঙ থেকে হাজারী বড়শিতে মাছটি ধরা হয়। সততা মৎস্য আড়তের হিসাবরক্ষক সজীব দেব জানান, বাজারে এই মাছের চাহিদা রয়েছে।
লাখাই বাজার আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৭৭৫ টাকা কেজি দরে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন আড়তের আড়তদার লতিফ মিয়া।
বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, মাছটি জিইয়ে রেখে ১২ মার্চ সকালে মাছ ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করা হবে।
জেলেরা জানান, বিকেলে অষ্টগ্রাম উপজেলার ইকরদিয়ার কাটাগাঙ থেকে হাজারী বড়শিতে মাছটি ধরা হয়। সততা মৎস্য আড়তের হিসাবরক্ষক সজীব দেব জানান, বাজারে এই মাছের চাহিদা রয়েছে।