লাখাই, ১৭ মার্চ : জেলেদের জালে মিললো ১৬ কেজি ওজনের বিশাল বোয়াল মাছ। রবিবার (১৭ মার্চ) দুপুরে লাখাই বাজার মৎস্য আড়তে নদীর মিঠা পানির বিশাল বোয়ালটি দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।
অষ্টগ্রাম উপজেলার জেলে রাধাকৃষ্ণ দাসের জালে ধরা পড়ে ১৬ কেজি ওজনের এই বোয়ালটি। অষ্টগ্রাম উপজেলার নদী থেকে তিনি মাছটি ধরে লাখাই বাজার মৎস্য আড়তে নিয়ে আসেন। লাখাই বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে ২০ হাজার টাকায় এই বোয়ালটি কিনে নেয় আড়তদার লতিফ মিয়া। প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে বিশালাকার মাছটি কিনে নেন তিনি।
লতিফ মিয়া জানান, ভৈরবসহ দেশের অন্যান্য স্থানের ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে তিনি কিনে নিয়েছেন। নদীর এসব দেশীয় মাছের চাহিদা রয়েছে প্রচুর।
অষ্টগ্রাম উপজেলার জেলে রাধাকৃষ্ণ দাসের জালে ধরা পড়ে ১৬ কেজি ওজনের এই বোয়ালটি। অষ্টগ্রাম উপজেলার নদী থেকে তিনি মাছটি ধরে লাখাই বাজার মৎস্য আড়তে নিয়ে আসেন। লাখাই বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে ২০ হাজার টাকায় এই বোয়ালটি কিনে নেয় আড়তদার লতিফ মিয়া। প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে বিশালাকার মাছটি কিনে নেন তিনি।
লতিফ মিয়া জানান, ভৈরবসহ দেশের অন্যান্য স্থানের ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে তিনি কিনে নিয়েছেন। নদীর এসব দেশীয় মাছের চাহিদা রয়েছে প্রচুর।