মাধবপুর (হবিগঞ্জ) ২৪ মার্চ : অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকাগামী আন্তনগর পারাবত ট্রেনটি। প্রচন্ড ঝড়ে সিলেট ঢাকা রেল সেকশন মাধবপুরের মনতলা রেলস্টেশনের অদুরে গাছ ভেঙ্গে পড়ে রেল লাইনের ওপর। এসময় নোয়াপাড়া ষ্টেশন থেকে ট্রেন টি ছেড়ে আসে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মনতলা ষ্টেশন মাষ্টার জানতে পারে মনতলা রেলস্টেশন কাসিমনগর রেলস্টেশনের মাঝামাঝি গাঙ্গাইল নামক স্থানে প্রচন্ড ঝড়ে একটি গাছ ভেঙ্গে রেললাইনের উপর পড়ে যায়। স্টেশন মাস্টার তাৎক্ষণিক সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। যে কারনে নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে ট্রেন টি রক্ষা পেল।
মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আতাউর রহমান খাদেম জানান, সাড়ে আটটার দিকে আমরা খবর পাই রেললাইনে গাছ পড়েছে। খবর পেয়ে আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিলেট থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রেখে স্থানীয় লোকজনের সহায়তায় গাছটি অপসারন করার পর ৯:৩৫ ঘটিকায় ট্রেনটিকে ছেড়ে যাওয়ার অনুমতি দেই। প্রায় চল্লিশ মিনিট পারাবত এক্সপ্রেস ট্রেনটি মনতলা রেলস্টেশনে আটকে ছিল। সিগন্যাল ফেলে দ্রুত ট্রেন টি না থামাতে পারলে দুঘটনা ঘটত। উল্লেখ্য মনতলা ষ্টেশনে পারাবতের স্টপেজ নেই।
মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আতাউর রহমান খাদেম জানান, সাড়ে আটটার দিকে আমরা খবর পাই রেললাইনে গাছ পড়েছে। খবর পেয়ে আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিলেট থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রেখে স্থানীয় লোকজনের সহায়তায় গাছটি অপসারন করার পর ৯:৩৫ ঘটিকায় ট্রেনটিকে ছেড়ে যাওয়ার অনুমতি দেই। প্রায় চল্লিশ মিনিট পারাবত এক্সপ্রেস ট্রেনটি মনতলা রেলস্টেশনে আটকে ছিল। সিগন্যাল ফেলে দ্রুত ট্রেন টি না থামাতে পারলে দুঘটনা ঘটত। উল্লেখ্য মনতলা ষ্টেশনে পারাবতের স্টপেজ নেই।