নবীগন্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল

আপলোড সময় : ২৮-০৩-২০২৪ ০৪:৩৮:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ০৪:৩৮:২৮ পূর্বাহ্ন
লন্ডন, ২৮ মার্চ : পূর্ব লন্ডনে সোনারগাও রেষ্টুরেন্টে নবীগন্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ১০বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২৫শে মার্চ সোমবার সংগঠনের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক আবু তালিম চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলেতের বিশিষ্ট সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, ব্যারিস্টার মাহমুদুল হক, সলিসিটর মোঃ টি আকুঞ্জি, জিএসসি কেন্দ্রীয় প্রেস সেক্রেটারী সুফি সোহেল আহমদ, জিএসসি ইষ্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আব্দুল মালিক কুটি, নোমান আহমেদ, মহিন উদ্দিন, শাহাব উদ্দিন, শাহান খান, জাকারিয়া, কুহিনুর, খায়রুল হাসান চৌধুরী, এখলাছুর রহমান পাক্কু, শাহ আব্দুল মালিক, শাজাহান, ফজর উদ্দিন, সাদ উদ্দিন, আব্দুল সাত্তার, ইয়ামিন চৌধুরী, ইব্রাহিম চৌধুরী, আমান চৌধুরী, আরমান চৌধুরী প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মহিবুর রহমান, ট্রেজারার আব্দুল মোহিত, ফরাস মিয়া, বাবুল আহমেদ চৌধুরী, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেছেন মোঃ নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীগন্জবাসী।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com