হবিগঞ্জে প্রাকৃতজনের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

আপলোড সময় : ৩১-০৩-২০২৪ ০৩:৪৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৪ ০৩:৪৯:১৮ অপরাহ্ন
হবিগঞ্জ, ৩১ মার্চ : সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন 'প্রাকৃতজন'। আজ রবিবার ( ৩১ মার্চ) বেলা ১১ টায় হবিগঞ্জের শ্যামলী আবাসিক এলাকায় প্রাকৃতজন এর অস্থায়ী কার্যালয়ে পবিত্র - উল- ফিতর উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
অর্ধশতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রাকৃতজন এর চেয়ারম্যান তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। তাহমিনা বেগম গিনি বলেন, কিছু মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com