মাধবপুর, (হবিগঞ্জ) ৭ এপ্রিল : মাধবপুরে পুলিশ জনতার সহযোগিতায় দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। ধৃতরা হল হৃদয় মিয়া (২২) ও উজ্জ্বল মিয়া (২০)। শনিবার পুলিশ তাদের হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
শুক্রবার সকালে মাধবপুর থানা টহলরত এস আই সুজন শ্যাম জনতার সহায়তায় ঢাকা সিলেটে মহাসড়কের শাহপুর এলাকা হতে তাদের গ্রেফতার করে। পুলিশ জানান এরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। মাধবপুর উত্তর অঞ্চলে বিভিন্ন শিল্প প্রতিষ্টানেের কর্মচারীরা রাত্রীকালীন ডিউটি শেষে বাসায় ফেরার পথে মাঝে মধ্যে তাদের রাস্তা আটকি মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে চক্রটি। শুক্রবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর এলাকার গুড ডে হোটেলের দুই কর্মচারী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে একদল ছিনতাইকারী অস্ত্রের মূখে তাদের পথরোধ করে টাকা ও মোবাইল ছিনতাই করে। এসময় তারা সুরচিৎকার শুরু করলে ঢাকা সিলেট মহাসড়ের ওই এলাকায় এস আই সুজন শ্যামের নেতৃত্বে থাকা টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতার সহযোগিতায় উপজেলার আলীনগর গ্রামের বাসির মিয়ার ছেলে হৃদয় মিয়া ও এক্তারপুর গ্রামের শফিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া কে গ্রেফতার করে। হৃদয়ের হেফাজত থেকে একটি ছুরি ও ছিনতাইকৃত ১৫ শ টাকা উদ্ধার করা হয়।
এঘটনায় গুড ডের ম্যানেজার রাকিবুল ইসলাম চৌধুরী থানায় একটি মামলা করেন। শনিবার ছিনতাইয়ে অভিযোগে আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়।
শুক্রবার সকালে মাধবপুর থানা টহলরত এস আই সুজন শ্যাম জনতার সহায়তায় ঢাকা সিলেটে মহাসড়কের শাহপুর এলাকা হতে তাদের গ্রেফতার করে। পুলিশ জানান এরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। মাধবপুর উত্তর অঞ্চলে বিভিন্ন শিল্প প্রতিষ্টানেের কর্মচারীরা রাত্রীকালীন ডিউটি শেষে বাসায় ফেরার পথে মাঝে মধ্যে তাদের রাস্তা আটকি মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে চক্রটি। শুক্রবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর এলাকার গুড ডে হোটেলের দুই কর্মচারী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে একদল ছিনতাইকারী অস্ত্রের মূখে তাদের পথরোধ করে টাকা ও মোবাইল ছিনতাই করে। এসময় তারা সুরচিৎকার শুরু করলে ঢাকা সিলেট মহাসড়ের ওই এলাকায় এস আই সুজন শ্যামের নেতৃত্বে থাকা টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতার সহযোগিতায় উপজেলার আলীনগর গ্রামের বাসির মিয়ার ছেলে হৃদয় মিয়া ও এক্তারপুর গ্রামের শফিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া কে গ্রেফতার করে। হৃদয়ের হেফাজত থেকে একটি ছুরি ও ছিনতাইকৃত ১৫ শ টাকা উদ্ধার করা হয়।
এঘটনায় গুড ডের ম্যানেজার রাকিবুল ইসলাম চৌধুরী থানায় একটি মামলা করেন। শনিবার ছিনতাইয়ে অভিযোগে আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়।