সিআইডি সদর দপ্তরে ঈদ পুনর্মিলনী

আপলোড সময় : ১৬-০৪-২০২৪ ০৫:১১:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৪ ০৫:১১:৩২ পূর্বাহ্ন
ঢাকা, ১৬ এপ্রিল : গতকাল সোমবার সিআইডি সদরদপ্তরের কনফারেন্স রুমে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম,পিপিএম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
সিআইডি প্রধান রমজান ও ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত নির্দেশনা  অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করায় সংশ্লিষ্ট ইউনিট সমূহের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সিআইডিতে কর্মরত সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারগণ সহ সিআইডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি ঈদের ছুটি শেষে প্রথম কর্ম দিবসে সিআইডি প্রধান হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পুলিশ কর্মকর্তা-কর্মচারিগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com