মাধবপুরে রাস্তা নিয়ে সংঘর্ষ গর্ভবতী নারীসহ আহত ৫ 

আপলোড সময় : ২৪-০৪-২০২৪ ১২:৫৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৪ ১২:৫৩:৪৭ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ২৪ এপ্রিল : মাধবপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী এক নারীসহ ৫ জন আহত হয়েছেন।বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন কৃষ্ণপুর গ্রামের তাহমিনা বেগম (২৮) একই গ্রামের কাউছার মিয়া (২০), শারমিন (১৬) ,বাচ্চুমিয়া (৫৫) ও হনুফা বেগম (৩০)। 
জানা গেছে কৃষ্ণপুর গ্রামের বাচ্চুমিয়া ও প্রদীপ মিয়ার মধ্যে রাস্তায় চলাচল নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে প্রদীপ মিয়ার লোকজন বাচ্চুমিয়ার বাড়িতে হামলা করে। এতে তারা আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com