ওয়ারেন, ২৮ এপ্রিল : মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার ওয়ারেন অ্যাথলেটিক্স সাকার মাঠে দিনব্যাপি এ টুর্নামেন্টের আয়োজন করে শহীদা-নেসা হোমকেয়ার। খেলায় ৬টি দল অংশগ্রহণ করেছে। চার্জাস এফসিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাইটি সিক্স দল। সুমন কবিরের সঞ্চালনায় পুরস্কার তুলে দেন ওয়ারেন সিটির কাউন্সিল মেম্বার জনাথন লেফারটি, কাউন্সিলওম্যান ম্যালোডি ম্যাগী, চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ মঈন দিপু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বাম) সভাপতি জাবেদ চৌধুরী, সাংবাদিক শামীম আহসান, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ ও বামের সেক্রেটারি খালেদ আহমদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জনাথন লেফারটি ও ম্যালোডি ম্যাগি বলেন, বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এরকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই আনন্দিত। খেলাধূলাকে আমরা সবসময় উৎসাহিত করি। তারা চ্যাম্পিয়ন দলসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শহীদা-নেসা হোম কেয়ারের কর্ণধার সুমন কবির বলেন, সাকারের এই গ্রুপ আমরা ১৫ বছর ধরে একসাথে খেলাধুলা করছি। তখন অনেকে মিডল স্কুলে আবার কেউ কেউ হাইস্কুলে ছিলেন। কিন্তু এখনও আমাদের মেলবন্ধন অটুট আছে। একমাত্র খেলাধুলার কারণে। আমাদের উদ্দেশ্যে কমিউনিটির ইয়ূথদের খেলাধুলায় মাতিয়ে রাখতে চাই। এই অ্যামিরিকায় যাতে তারা বিপথে চলে না যান। হোম কেয়ার শহীদা-নেসার পক্ষ থেকে প্রতিবছর টুর্নামেন্টের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন সুমন কবির।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জনাথন লেফারটি ও ম্যালোডি ম্যাগি বলেন, বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এরকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই আনন্দিত। খেলাধূলাকে আমরা সবসময় উৎসাহিত করি। তারা চ্যাম্পিয়ন দলসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শহীদা-নেসা হোম কেয়ারের কর্ণধার সুমন কবির বলেন, সাকারের এই গ্রুপ আমরা ১৫ বছর ধরে একসাথে খেলাধুলা করছি। তখন অনেকে মিডল স্কুলে আবার কেউ কেউ হাইস্কুলে ছিলেন। কিন্তু এখনও আমাদের মেলবন্ধন অটুট আছে। একমাত্র খেলাধুলার কারণে। আমাদের উদ্দেশ্যে কমিউনিটির ইয়ূথদের খেলাধুলায় মাতিয়ে রাখতে চাই। এই অ্যামিরিকায় যাতে তারা বিপথে চলে না যান। হোম কেয়ার শহীদা-নেসার পক্ষ থেকে প্রতিবছর টুর্নামেন্টের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন সুমন কবির।