মেট্রো ডেট্রয়েট, ২৯ এপ্রিল : গত সপ্তাহান্তে দুটি মেট্রো ডেট্রয়েট ফ্রিওয়েতে ভুল পথে গাড়ি চালানোর দায়ে ২৩ বছর বয়সী এক নারী চালককে গ্রেপ্তার করা হয়েছে। মিশিগান রাজ্য পুলিশ রোববার ভোর সাড়ে ৩টার দিকে এভারগ্রিন রোড ও সাউথফিল্ড ফ্রিওয়ের মধ্যবর্তী ইন্টারস্টেট ৯৬ এর পূর্বমুখী লেনে এক চালক পশ্চিম দিকে যাচ্ছিলেন বলে ৯১১ নম্বরে কল পেয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, চালকের খোঁজে ঘটনাস্থলে সেনা পাঠানো হয়। ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশ ৯১১ নম্বরে আরও কল পেয়েছিল যে একই গাড়িটি এখন ডেট্রয়েটের ক্লার্ক স্ট্রিটের কাছে ইন্টারস্টেট ৭৫ এর উত্তরমুখী লেনের দক্ষিণে যাচ্ছে। কলাররা জানিয়েছেন, চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ ফ্রিওয়েতে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের ক্যামেরা পরীক্ষা করে গাড়িটি রুজ রিভার ব্রিজ পার হতে দেখেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেন রোডের পাশ দিয়ে যাওয়ার সময় এক জওয়ান গাড়িটিকে দেখতে পেয়ে গাড়িটির সামনে গিয়ে মোড় ঘুরিয়ে অপেক্ষা করতে থাকেন। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন গাড়িটি ওই সেনাকে অতিক্রম করার পর ওই কর্মকর্তা তার গাড়ি নিয়ে টেইলরের ইউরেকা রোডে উত্তরমুখী আই-৭৫ এ গাড়িটিকে থামিয়ে দেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ডিয়ারবর্ন হাইটসের বাসিন্দা ওই চালককে গ্রেফতার করা হয়। অভিযোগের অপেক্ষায় তাকে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
কর্মকর্তারা জানিয়েছেন, চালকের খোঁজে ঘটনাস্থলে সেনা পাঠানো হয়। ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশ ৯১১ নম্বরে আরও কল পেয়েছিল যে একই গাড়িটি এখন ডেট্রয়েটের ক্লার্ক স্ট্রিটের কাছে ইন্টারস্টেট ৭৫ এর উত্তরমুখী লেনের দক্ষিণে যাচ্ছে। কলাররা জানিয়েছেন, চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ ফ্রিওয়েতে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের ক্যামেরা পরীক্ষা করে গাড়িটি রুজ রিভার ব্রিজ পার হতে দেখেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেন রোডের পাশ দিয়ে যাওয়ার সময় এক জওয়ান গাড়িটিকে দেখতে পেয়ে গাড়িটির সামনে গিয়ে মোড় ঘুরিয়ে অপেক্ষা করতে থাকেন। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন গাড়িটি ওই সেনাকে অতিক্রম করার পর ওই কর্মকর্তা তার গাড়ি নিয়ে টেইলরের ইউরেকা রোডে উত্তরমুখী আই-৭৫ এ গাড়িটিকে থামিয়ে দেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ডিয়ারবর্ন হাইটসের বাসিন্দা ওই চালককে গ্রেফতার করা হয়। অভিযোগের অপেক্ষায় তাকে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com