মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে

গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১৮ মে

আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০৫:০১:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০৫:০৪:৩২ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৪ মে : মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১.০। আগামী ১৮ মে শনিবার ওয়ারেন সিটির ২২০২১ মেমপিস এভিনিউয়ে অবস্থিত মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে এ ফেস্ট অনুষ্ঠিত হবে। যার সার্বিক তত্বাবধানে রয়েছে মিশিগানের প্রথম বাংলা রক ব্যান্ড রিদম অব বাংলাদেশ। গত ১২ মে রোববার আয়োজকরা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কর্ডিনেটর মৃদুল কান্তি সরকার ও রিদম অব বাংলাদেশের পক্ষে সাফকাত রহমান আবীর সাফিউল বশির সাফী লিখিত বক্তব্য পাঠ করেন ।
আয়োজকরা বাংলা রক সঙ্গীতের মহিমান্বিত ইতিহাস তুলে ধরেন এবং মিশিগানে বসবাসরত সকল বাংলাদেশীদের উক্ত সঙ্গীত আয়োজনে আমন্ত্রন জানান। অনুষ্ঠানটি সর্ব সাধারনের জন্য গেইট ওপেন হবে বিকাল ৪ টায়। 
গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১.০ এ মিশিগান থেকে ৩ টি রক ব্যান্ড এবং নিউইয়র্ক ও কানাডা থেকে ২ টি রক ব্যান্ড পারফর্ম করবে। ব্যান্ড গুলি হচ্ছে রিদম অফ বাংলাদেশ, টেন এন্ড হাফ মাইলস, দি চ্যাপ্টার, ক্র্যাক অন্য দা ব্যাক এবং মেইলস্ট্রম। অনুষ্ঠানে সাধারন প্রবেশ মূল্য ৫ ডলার এবং ভি আই পি প্রবেশ মূল্য ২০ ডলার।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com