তাহিরপুর, (সুনামগঞ্জ) ২৪ মে : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আহছানপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। এ সময় আগুনে পুড়ে যাওয়া ১৪টি পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং এসব সমস্যা সমাধানে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এমপি রনজিত সরকার।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আহছানপুর গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এড. রোকন উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, রোমান মিয়া প্রমুখ। পরিদর্শনকালে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারে নগদ ৬ হাজার টাকা ও ২ বান করে ঢেউটিন প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আহছানপুর গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এড. রোকন উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, রোমান মিয়া প্রমুখ। পরিদর্শনকালে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারে নগদ ৬ হাজার টাকা ও ২ বান করে ঢেউটিন প্রদান করা হয়।