বেঙ্গালুরু, ১২ এপ্রিল : শুটিং সেটে জখম সঞ্জয় দত্ত। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শ্যুটিং। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-র শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। শ্যুটিং-এ চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন অভিনেতা সঞ্জয় দত্ত। অভিনেতার কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে খবর। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছে। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। ঠিক কীভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যেতে চলেছে সঞ্জু বাবাকে। বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় প্রায় চার দশক ধরে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ‘কেডি’ একটি পিরিয়ডিক ড্রামা। সঞ্জয় এবং ধ্রুবর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন রবিচন্দ্রন এবং শিল্পা শেট্টি।
জানা গেছে, বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে বলে খবর। এই দুর্ঘটনার পর তখনই শ্যুটিং থামিয়ে দেওয়া হয়। আপাতত বিশ্রাম নিচ্ছেন সঞ্জয়। তবে খুব শীঘ্রই ফের শ্যুটিং সেটে ফিরবেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণ ভারতীয় ছবির প্রতি আজকাল ঝোঁক বাড়ছে সঞ্জয় দত্তের। যশ অভিনীত ‘কেজিএফ ২’ ছবিতে কাজ করতে গিয়ে তাঁর দক্ষিণের ছবির প্রতি ভালবাসা বেড়েছে। ইতিপূর্বে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন , দক্ষিণের ছবিতে এখনও হিরোইজিম টিকে রয়েছে। যেটা বলিউডে একসময় ছিল।
সূত্র : প্রথম কলকাতা
প্রসঙ্গত, কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যেতে চলেছে সঞ্জু বাবাকে। বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় প্রায় চার দশক ধরে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ‘কেডি’ একটি পিরিয়ডিক ড্রামা। সঞ্জয় এবং ধ্রুবর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন রবিচন্দ্রন এবং শিল্পা শেট্টি।
জানা গেছে, বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে বলে খবর। এই দুর্ঘটনার পর তখনই শ্যুটিং থামিয়ে দেওয়া হয়। আপাতত বিশ্রাম নিচ্ছেন সঞ্জয়। তবে খুব শীঘ্রই ফের শ্যুটিং সেটে ফিরবেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণ ভারতীয় ছবির প্রতি আজকাল ঝোঁক বাড়ছে সঞ্জয় দত্তের। যশ অভিনীত ‘কেজিএফ ২’ ছবিতে কাজ করতে গিয়ে তাঁর দক্ষিণের ছবির প্রতি ভালবাসা বেড়েছে। ইতিপূর্বে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন , দক্ষিণের ছবিতে এখনও হিরোইজিম টিকে রয়েছে। যেটা বলিউডে একসময় ছিল।
সূত্র : প্রথম কলকাতা