ফার্মিংটন হিলস, ২৬ মে : ফার্মিংটন হিলস পুলিশ বিভাগ শনিবার বিকেলে একটি ঘরোয়া শুটিংয়ের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে লোকজনকে সতর্ক থাকতে বলেছে। শনিবার বিকেল ৪টা ২২ মিনিটে পাঠানো এক ইমেইলে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী সশস্ত্র এবং ইলেভেন মাইল কোর্ট ও হালস্টেড এলাকায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কালো ট্যাঙ্ক টপ ও কালো স্নিকার পরা ৩০ বছর বয়সী এক ব্যক্তির ওপর নজর রাখতে ওই এলাকার লোকজনকে অনুরোধ করছে পুলিশ। এই বর্ণনার সঙ্গে কেউ মিলে গেলে তাদের কাছে না গিয়ে ৯১১ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
কালো ট্যাঙ্ক টপ ও কালো স্নিকার পরা ৩০ বছর বয়সী এক ব্যক্তির ওপর নজর রাখতে ওই এলাকার লোকজনকে অনুরোধ করছে পুলিশ। এই বর্ণনার সঙ্গে কেউ মিলে গেলে তাদের কাছে না গিয়ে ৯১১ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com