লন্ডন, ১৩ এপ্রিল : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালনকারী বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, নিখাদ দেশপ্রেমিক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, অরগানাইজেশান ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস।
সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান তোজাম্মেল টনি হক এম বি ই এবং মহাসচিব তোফাজ্জল হোসেন চৌধুরী সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন নিখাদ দেশপ্রেমিক এবং জাতির বিবেকের কন্ঠস্বর। আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশ ও জাতির অগ্রযাত্রায় তাঁর প্রশংসনীয় ভুমিকা রয়েছে। এসব মহতি কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সুদীর্ঘকাল দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান তোজাম্মেল টনি হক এম বি ই এবং মহাসচিব তোফাজ্জল হোসেন চৌধুরী সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন নিখাদ দেশপ্রেমিক এবং জাতির বিবেকের কন্ঠস্বর। আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশ ও জাতির অগ্রযাত্রায় তাঁর প্রশংসনীয় ভুমিকা রয়েছে। এসব মহতি কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সুদীর্ঘকাল দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।