নবীগঞ্জে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পের টাকা আত্মসাতের পায়তারা 

আপলোড সময় : ৩১-০৫-২০২৪ ০১:২৩:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৪ ০১:২৩:৩৯ অপরাহ্ন
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৩১ মে :  উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে এমপির বরাদ্দের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের টাকা আত্মসাৎ এর পায়তারা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গ্রামবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউএনও বরাবরে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কমলাপুর গ্রামে ২০২৪-২৫ইং অর্থ বছরের জন্য এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ২লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন। রাস্তাটি কমলাপুর প্রাইমারি স্কুলের সামনে রাস্তা থেকে পাটলী বুরুঙ্গা মাঠ পর্যন্ত মাটি ভরাট করার কথা। প্রকল্প সভাপতি খালিছ মিয়া কমলাপুর প্রাইমারি স্কুলের পাশে অনুমান ১০০ ফুট জায়গা মাটি না ফেলে দায়সারা কাজ দ্রুত শেষ করেন। এবাপ্যারে স্থানীয় মেম্বার বিকাশ দত্তসহ প্রকল্প সভাপতি খালিছ মিয়াকে জিজ্ঞাসা করলে কোন সদুত্তর না পেয়ে গ্রামবাসী গত ২৬ মে বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার তদন্ত হয়নি। এ ব্যাপারে অভিযোগকারী জাহির আলী বলেন জনস্বার্থে তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com