ঢাকা, ৩ জুন : পুলিশ-প্রশাসনে বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৩ জুন দিনব্যাপী বেনজীর, আবদুল হাই বাচ্চুসহ সকল অর্থপাচারকারীকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ-এ জাগুন’ শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃবৃন্দ এই আহবান জানান।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী বেনজীর ৪ হাজার কোটি, আবদুল হাই বাচ্চু ৪ হাজার, পিকে হালদার ৩ হাজারসহ শত শত অপরাধী-দুর্নীতিবাজ কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের সকল অর্থ-সম্পদ বাজেয়াপ্ত, তাদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি পুলিশ-প্রশাসনের সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারী আরো বাড়ানো প্রয়োজন। এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যন চন্দন সেন পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুন প্রজন্ম অপরাধ-দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধি দেখতে চায় না। আর তাই কঠোর শাস্তি চায় সকল অপরাধী-দুর্নীতিবাজের।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী বেনজীর ৪ হাজার কোটি, আবদুল হাই বাচ্চু ৪ হাজার, পিকে হালদার ৩ হাজারসহ শত শত অপরাধী-দুর্নীতিবাজ কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের সকল অর্থ-সম্পদ বাজেয়াপ্ত, তাদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি পুলিশ-প্রশাসনের সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারী আরো বাড়ানো প্রয়োজন। এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যন চন্দন সেন পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুন প্রজন্ম অপরাধ-দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধি দেখতে চায় না। আর তাই কঠোর শাস্তি চায় সকল অপরাধী-দুর্নীতিবাজের।