ছবিতে মা-বাবার সাথে নূহা চৌধুরী
নিউ জার্সি, ৭ জুন : রাজ্যের ভেটনর সিটির ভেটনর এডুকেশনাল কমিউনিটি কমপ্লেক্স স্কুল এর ছাত্রী নূহা চৌধুরী অষ্টম গ্রেডে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ “আটলান্টিক কাউন্টি একাডেমিক এচিভমেন্ট পুরস্কার” লাভ করেছে। এই উপলক্ষে নূহা যুক্তরাষ্ট্রের সিনেটর করি এ বুকার, কংগ্রেসম্যান জেফ ভেন ড্রিউ, নিউজার্সি রাজ্য সিনেটর ভিন্স পলিসতিনা, এসেমবলিম্যান ডন গার্ডিয়ান, এসেমবলিওম্যান ক্লারি সুইফট সহ অন্যান্য আইন প্রণেতার কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছে।
নূহার জন্ম ২০১০ সালে যুক্তরাষ্ট্রে। তার বাবা নূরুন্নবী চৌধুরী শামীম বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সিনিয়র সহসভাপতি এবং আটলান্টিক সিটির নগর দপ্তরের কর্মকর্তা ও মাতা সুরাইয়া ফারহানা স্কুল শিক্ষিকা। তার দাদার নাম মরহুম এ এম হুমায়ুন চৌধুরী ও দাদী মরহুমা মোসনআরা বেগম চৌধুরী। তার নানা মরহুম জয়নাল আবেদীন ও নানী মরহুমা কোহিনূর বেগম।
তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সন্দীপ উপজেলায়। নূহা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। তার অবসর কাটে ভলান্টিয়ার কাজে আর বই পড়ে।তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ(সঃ)। পেশাগত জীবনে তার ইচ্ছা নাসার বিজ্ঞানী হওয়ার ।
নূহার অসামান্য কৃতিত্বের পেছনে তার মার অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- সেরাটা দাও, সেরাটা পাবে।
নিউ জার্সির ভেটনর শহরে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন, মিষ্টিমুখের নূহা তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।
নিউ জার্সি, ৭ জুন : রাজ্যের ভেটনর সিটির ভেটনর এডুকেশনাল কমিউনিটি কমপ্লেক্স স্কুল এর ছাত্রী নূহা চৌধুরী অষ্টম গ্রেডে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ “আটলান্টিক কাউন্টি একাডেমিক এচিভমেন্ট পুরস্কার” লাভ করেছে। এই উপলক্ষে নূহা যুক্তরাষ্ট্রের সিনেটর করি এ বুকার, কংগ্রেসম্যান জেফ ভেন ড্রিউ, নিউজার্সি রাজ্য সিনেটর ভিন্স পলিসতিনা, এসেমবলিম্যান ডন গার্ডিয়ান, এসেমবলিওম্যান ক্লারি সুইফট সহ অন্যান্য আইন প্রণেতার কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছে।
নূহার জন্ম ২০১০ সালে যুক্তরাষ্ট্রে। তার বাবা নূরুন্নবী চৌধুরী শামীম বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সিনিয়র সহসভাপতি এবং আটলান্টিক সিটির নগর দপ্তরের কর্মকর্তা ও মাতা সুরাইয়া ফারহানা স্কুল শিক্ষিকা। তার দাদার নাম মরহুম এ এম হুমায়ুন চৌধুরী ও দাদী মরহুমা মোসনআরা বেগম চৌধুরী। তার নানা মরহুম জয়নাল আবেদীন ও নানী মরহুমা কোহিনূর বেগম।
তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সন্দীপ উপজেলায়। নূহা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। তার অবসর কাটে ভলান্টিয়ার কাজে আর বই পড়ে।তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ(সঃ)। পেশাগত জীবনে তার ইচ্ছা নাসার বিজ্ঞানী হওয়ার ।
নূহার অসামান্য কৃতিত্বের পেছনে তার মার অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- সেরাটা দাও, সেরাটা পাবে।
নিউ জার্সির ভেটনর শহরে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন, মিষ্টিমুখের নূহা তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।