বৃদ্ধার মৃত্যুতে প্রাক্তন কেয়ারগিভারকে দোষী সাব্যস্ত করল জুরি

আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ০৫:১৫:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ০৫:১৫:৪৪ পূর্বাহ্ন
ইস্ট ল্যান্সিং, ৮ জুন : অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ক্লিনটন কাউন্টির জুরি গতকাল শুক্রবার ৮২ বছর বয়সী এক বৃদ্ধার হিমশীতল মৃত্যুর জন্য এক মহিলাকে দোষী সাব্যস্ত করেছেন। ৫৮ বছর বয়সী কলিন কেলি ও'কনরের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড, ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 
ক্লিনটন কাউন্টির টিম্বার রিজের ভিস্তা স্প্রিংস ইম্পেরিয়াল পার্কের তত্ত্বাবধায়ক ছিলেন কলিন কেলি ও'কনর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৩ ডিসেম্বর সকালে ও'কনর ভুক্তভোগীকে গরম পোশাক ছাড়াই দু'বার তুষারঝড়ের মধ্যে বাইরে যেতে দেখেছিলেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ও'কনর বেপরোয়াভাবে ভুক্তভোগীকে বাইরে যাওয়া থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছেন। এই রায় প্রাণহানির দুঃখজনক ক্ষতিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনবে না, তবে আমরা আশা করি এটি যত্নশীলদের অপরিসীম দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেবে, নেসেল এক বিবৃতিতে বলেছেন। স্থানীয় সময় সকাল ৭টার দিকে বরফে ঢাকা ওই বৃদ্ধাকে আংশিক চাপা পড়ে থাকতে দেখেন এক চালক, তবে ঠিক কতক্ষণ তিনি বাইরে ছিলেন তা জানা যায়নি। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়। ২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় ২৯তম সার্কিট কোর্টে ও'কনোরকে সাজা দেয়া হবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com