উইন্ডসর সিটি, ১২ জুন : এবার কানাডা মাতাতে আসছেন নগর বাউল জেমস। আগামী ২১ জুলাই এআইএ প্রডাকশনের আয়োজনে এই প্রথম কানাডার উইন্ডসর সিটির কাবোটো ক্লাবে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। । আয়োজকরা জানান কানাডার বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের মিশিগান, শিকাগো, নিউ ইয়র্ক সহ বিভিন্ন ষ্টেট থেকে জেমসের গান শুনতে আসবে জেমসের ভক্তরা।
গত মাসে লন্ডন মাতানোর পর এবার ৮ টি কনসার্ট করতে কানাডায় আসছেন এই গ্লোবাল ব্যান্ড তারকা। সবশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদ রাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’ এরপর তাকে আর নতুন গানে পাওয়া যায়নি ।তবে জেমসের পুরোনো গান যেদিন বন্ধু চলে যাব, কবিতা, মীরাবাঈ, পাগলা হাওয়ার তোড়ে, লিখতে পারি না কোন গান, দুষ্টু ছেলের দল, আমি তোর মনের মতো হতে পারলাম নারে, তোর প্রেমেতে অন্ধ হলাম, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, আমি তারাই তারাই রটিয়ে, বাবা কতো দিন দেখিনা তোমায়, মা, সুলতানা বিবি আনা এই সকল গান দিয়ে এখনো মাতিয়ে রেখেছে দর্শক-শ্রোতাদের।
এ আই এ প্রডাকশনের কর্নধার মুনতাসির নাসির সৈকত জানান, ইতিমধ্যে ৫০ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে এবং যারা এখনো টিকেট সংগ্রহ করেননি শেষ হওয়ার আগেই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করুন এবং আমি আশা করছি সবার সহযোগিতায় দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো। উক্ত কনসার্টটির মিডিয়া পার্টনার হিসাবে আছেন আরটিভি, ইউ এস বাংলা টিভি এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেছেন উইন্ডসর সিটির প্রথম বাংলাদেশি রিয়েলেটর রনি হায়দার, সিলভার স্পন্সর করেছেন মটগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, রিয়েলেটর খোকন নাসির উদ্দিন, রাফি সরদার এছাড়া ফুড পার্টনার হিসেবে আছেন আড্ডা ঘর রেস্টুরেন্ট।
গত মাসে লন্ডন মাতানোর পর এবার ৮ টি কনসার্ট করতে কানাডায় আসছেন এই গ্লোবাল ব্যান্ড তারকা। সবশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদ রাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’ এরপর তাকে আর নতুন গানে পাওয়া যায়নি ।তবে জেমসের পুরোনো গান যেদিন বন্ধু চলে যাব, কবিতা, মীরাবাঈ, পাগলা হাওয়ার তোড়ে, লিখতে পারি না কোন গান, দুষ্টু ছেলের দল, আমি তোর মনের মতো হতে পারলাম নারে, তোর প্রেমেতে অন্ধ হলাম, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, আমি তারাই তারাই রটিয়ে, বাবা কতো দিন দেখিনা তোমায়, মা, সুলতানা বিবি আনা এই সকল গান দিয়ে এখনো মাতিয়ে রেখেছে দর্শক-শ্রোতাদের।
এ আই এ প্রডাকশনের কর্নধার মুনতাসির নাসির সৈকত জানান, ইতিমধ্যে ৫০ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে এবং যারা এখনো টিকেট সংগ্রহ করেননি শেষ হওয়ার আগেই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করুন এবং আমি আশা করছি সবার সহযোগিতায় দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো। উক্ত কনসার্টটির মিডিয়া পার্টনার হিসাবে আছেন আরটিভি, ইউ এস বাংলা টিভি এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেছেন উইন্ডসর সিটির প্রথম বাংলাদেশি রিয়েলেটর রনি হায়দার, সিলভার স্পন্সর করেছেন মটগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, রিয়েলেটর খোকন নাসির উদ্দিন, রাফি সরদার এছাড়া ফুড পার্টনার হিসেবে আছেন আড্ডা ঘর রেস্টুরেন্ট।