মিশিগানে স্কুল গ্রেজুয়েশনে হবিগঞ্জের মিনহাজের অভাবনীয় সাফল্য

আপলোড সময় : ২১-০৬-২০২৪ ০১:৫১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৪ ০১:৫১:৪৫ অপরাহ্ন
ডেট্রয়েট, ২১ জুন : ফুল স্কলারশীপে পড়াশুনার জন্য  আমেরিকার ৩৯টি ইউনিভার্সিটি থেকে প্রস্তাব পেয়েছেন হবিগঞ্জের ছেলে মো.মিনহাজ উদ্দিন। তবে ভর্তির ক্ষেত্রে তার পছন্দের ইউনিভার্টি অব মিশিগান অ্যান আরবর ক্যাম্পাসকে বেছে নিয়েছেন মিনহাজ। নামকরা এই বিদ্যাপিঠ থেকেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তিনি। স্কুল গ্রেজুয়েশনে মেধার স্বাক্ষর রাখায় দারুণ খুশি তার পরিবারের সদস্যরা।    
মিনহাজ ডেট্টয়েট ক্যাস টেকনিক্যাল হাইস্কুল থেকে মেধার সঙ্গে গ্রেজুয়েশন করেছে। তিনি ৪.৩ পেয়ে জিপিএ অর্জন করেছেন। মিনহাজ ৬টি অ্যাডভান্স ক্লাস করেছেন। এছাড়া পড়াশুনার পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করেন খেলাধূলাসহ সহশিক্ষা কার্যক্রমে। 
মিনহাজ একজন ভালো গ্লফ খেলোয়াড়। ক্যাস টেকনিক্যাল হাইস্কুল গ্লফ ক্লাবের ক্যাপটেনের দায়িত্ব পালন করেছেন। লায়ন্স ডারক টুর্নামেন্ট, ডেট্টয়েট ইউথ ক্লাসিক টুর্নামেন্ট এবং পিএসএন চ্যাম্পিয়ন শীপ অর্জন করেন। মিনহাজ ২০২৩-২৪ সালে টানা দুইবার এনএইচএসসিএ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। 
এছাড়া আউটডোর অ্যাডভানচার ক্লাব (বাইকিং, আইস স্কেডিং) ২৩ সালে প্রেসিডেন্ট ছিলেন। মিনহাজ আইটিতে ৬ টি সাটিফিকেট অর্জন করেন। এছাড়া ৮টি ক্লাবের মেম্বার হয়ে সামাজিক ও শিক্ষামূলক কাজ করে আসছেন।
মিনহাজ এ প্রতিবেদককে জানান, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। এজন্য দেশ ও প্রবাসের সবার কাছে দোয়া চেয়েছেন। স্কুলের ক্লাসের পড়া বাসায় এসে রিভিউ করতেন। কোন সমস্যা হলে পরদিন স্কুলে গিয়ে টিচারের সহযোগিতা নিতেন। পাশাপাশি পরিবারের সদস্যদের উৎসাহ তার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন মিনহাজ।  
হবিগঞ্জ পৌর শহরের পুরানবাজারের বাসিন্দা মো.আলাউদ্দিন ও রেহেনা আক্তারের ছেলে মিনহাজ। ২০১৬ সালে পরিবারের সঙ্গে অ্যামেরিকায় আসেন। মিনহাজ পরিবারের সাথে  হ্যামট্রাম্যাক শহরের জেকব স্টিটে বসবাস করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com