সিলেট, ১ জুলাই : প্রিয় বন্ধু রাজী'র শুভ জন্মদিন পালন ও বন্ধুদের আড্ডায় মেতে ছিল সিলেট এসএসসি'৯১। রবিবার ৩০ জুন ব্যাচের প্রিয় বন্ধু, সদাহাস্যজ্বল, গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক ফখরুদ্দীন রাজি'র শুভ জন্মদিন উপলক্ষে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত পরিসরে সিলেট মহানগরীর পানসি ইন হল রুমে এই আয়োজনে ছিল প্রিয় বন্ধু রাজী'কে জন্মদিনের ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো, কেক কাটা, আড্ডা, গান,কবিতা, নিজেদের জীবনে পেলে আসা স্মৃতি শেয়ার করা ও ডিনার।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধু ফখরুদ্দীন রাজী, ফয়সল আহমদ, এনামুল হক লিলু, লাপাজ আল মাহমুদ, মিজানুর রহমান, নাজমুন নাহার স্বপ্না, শিব্বির আহমদ, সিমিন আক্তার চৌধুরী, বিপ্লব পাল, জালাল উদ্দীন, কামরুজ্জামান মুরাদ ও উৎফল বড়ুয়া প্রমুখ।
সংক্ষিপ্ত পরিসরে সিলেট মহানগরীর পানসি ইন হল রুমে এই আয়োজনে ছিল প্রিয় বন্ধু রাজী'কে জন্মদিনের ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো, কেক কাটা, আড্ডা, গান,কবিতা, নিজেদের জীবনে পেলে আসা স্মৃতি শেয়ার করা ও ডিনার।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধু ফখরুদ্দীন রাজী, ফয়সল আহমদ, এনামুল হক লিলু, লাপাজ আল মাহমুদ, মিজানুর রহমান, নাজমুন নাহার স্বপ্না, শিব্বির আহমদ, সিমিন আক্তার চৌধুরী, বিপ্লব পাল, জালাল উদ্দীন, কামরুজ্জামান মুরাদ ও উৎফল বড়ুয়া প্রমুখ।