চট্টগ্রাম, ৪ জুলাই : রোটারি ক্লাব অব চিটাগং পার্ল গঠনকল্পে এক সভা নগরীর স্যাফরান রেষ্টুরেন্টে রোটারি ক্লাব অব চিটাগং পার্লের প্রেসিডেন্ট রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড MPHF এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পিপি রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া'র PHF কনভোকেশন পাঠের পর ২০২৩-২৪ রোটাবর্ষের প্রেসিডেন্ট পুরো বছরের কার্যক্রমের উপর আলোকপাত করেন। ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অন্যান্যদের বক্তব্য প্রদান করেন পিপি রোটারিয়ান শিমুল বড়ুয়া PHF, পিপি রোটারিয়ান সপু বড়ুয়া, রোটারিয়ান সুমন বড়ুয়া, রোটারিয়ান রানা কান্তি বড়ুয়া PHF, রোটারিয়ান জনি বড়ুয়া, রোটারিয়ান রাজীব বড়ুয়া রাজু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক সৌমেন বড়ুয়া।
পরবর্তীতে সকল ক্লাব মেম্বারদের সর্বসম্মতিক্রমে রোটারিয়ান সুমন বড়ুয়াকে প্রেসিডেন্ট, রোটারিয়ান রানা কান্তি বড়ুয়া PHF কে সেক্রেটারি এবং জনি বড়ুয়াকে ট্রেজারার নির্বাচিত করে পুস্প স্তবক দিয়ে বরন করা হয়। সভাশেষে পিপি রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া'র জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
পিপি রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া'র PHF কনভোকেশন পাঠের পর ২০২৩-২৪ রোটাবর্ষের প্রেসিডেন্ট পুরো বছরের কার্যক্রমের উপর আলোকপাত করেন। ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অন্যান্যদের বক্তব্য প্রদান করেন পিপি রোটারিয়ান শিমুল বড়ুয়া PHF, পিপি রোটারিয়ান সপু বড়ুয়া, রোটারিয়ান সুমন বড়ুয়া, রোটারিয়ান রানা কান্তি বড়ুয়া PHF, রোটারিয়ান জনি বড়ুয়া, রোটারিয়ান রাজীব বড়ুয়া রাজু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক সৌমেন বড়ুয়া।
পরবর্তীতে সকল ক্লাব মেম্বারদের সর্বসম্মতিক্রমে রোটারিয়ান সুমন বড়ুয়াকে প্রেসিডেন্ট, রোটারিয়ান রানা কান্তি বড়ুয়া PHF কে সেক্রেটারি এবং জনি বড়ুয়াকে ট্রেজারার নির্বাচিত করে পুস্প স্তবক দিয়ে বরন করা হয়। সভাশেষে পিপি রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া'র জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।