লন্ডনে হবিগন্জ এসোসিয়েশন মিশিগানের সাবেক সভাপতির  সম্মানে সভা

আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ০১:১০:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ০১:১০:৩০ পূর্বাহ্ন
লন্ডন, ১৬ জুলাই : যুক্তরাজ্যে সফরে আসা আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হবিগন্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহীন আহমেদের সাথে এনআরবি ব্যাচ৯১, হবিগন্জ, লন্ডন এর পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 নর্থ লন্ডনের স্থানীয় রেষ্টুরেন্টে স্বল্প পরিসরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মারুফ চৌধুরী, সাবেক ছাত্রনেতা, হবিগন্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা আশরাফুল বর চৌধুরী মিন্টু, কমিউনিটি নেতা ইফতেখার মালিক রাসেল, বেঙ্গলী ওয়ার্কর্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডিরেক্টর ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারন সম্পাদক জালাল আহমেদ, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, হবিগন্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সহসভাপতি হাজী আলাল মহসিন, কমিউনিটি নেতা জুয়েল চৌধুরী প্রমুখ। শাহীন আহমেদ তার সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করার জন্য বন্ধুমহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুক্তরাজ্য হবিগন্জবাসীকে মিশিগান সফর করার আহবান করেন। তিনি বলেন আমার যুক্তরাজ্য সফর অত্যন্ত ফলপ্রসু এবং আনন্দদায়ক, যুক্তরাজ্য হবিগন্জবাসীর আতিথেয়তায় আমি মুগ্ধ, তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com