মাধবপুর, (হবিগঞ্জ) ১৬ এপ্রিল : মাধবপুরে সাব-রেজিষ্টার অফিসে ঢুকে সাব-রেজিষ্টারকে হত্যার হুমকি ও এজলাশ কক্ষের মূল্যবান দলিল পত্র ছুঁড়ে ফেলে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দলিল লেখক আহমেদ আব্দুর রব এনামের নামে মামলা হয়েছে। রোববার সকালে সাব-রেজিষ্টার নিতেন্দ্র লাল দাস বাদি হয়ে এনামকে প্রধান আসামী করে মামলা করেছেন। সাব-রেজিষ্টার নিতেন্দ্র লাল দাস জানান, উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে দলিল লেখক আহমেদ আব্দুর রব এনাম গত ২এপ্রিল দুপুরে এজলাশে প্রবেশ করে সরকারি কাজে বাধা প্রধান করে। এজলাশের লাল শালু টেনে ছিড়ে ফেলে দেয়। পেপার ওয়েট পাথর ছুড়ে মেরে তাকে আঘাত করে। আত্ম রক্ষার্থে খাস কামরায় অবস্থান নিলেও দরজা ভেঙ্গে অফিসের বিভিন্ন ক্ষতি সাধন করে। আহমেদ আব্দুর রব এনামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগোযোগ করা সম্ভব হয়নি। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আসামীকে ধরতে পুলিশ সক্রিয় রয়েছে।