ছবি : সৌজন্যে ঢাকা পোস্ট
ঢাকা, ২০ জুলাই : : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ । ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে। মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। ২৫০০ জনের বেশি আহত। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে কার্ফু জারি করেছে সরকার। নামানো হয়েছে সেনাও। তবে পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ।
সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশে। আন্দোলনের পুরোভাগে রয়েছেন দেশের ছাত্র-ছাত্রীরা। গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন অন্যমাত্রা নেয় গত সোমবার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্রবিক্ষোভ। পুলিশের গুলিতে ছ’জন পড়ুয়ার মৃত্যুও হয়। এরপরই বাংলাদেশের নানা প্রান্তে আগুন জ্বলে ওঠে। আন্দোলনে প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে।
প্রসঙ্গত, সংরক্ষণবিরোধী ছাত্র-যুবদের ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচির জেরে কার্যত স্তব্ধ বাংলাদেশ । অবরোধ ভাঙতে পুলিশ ও সেনা সক্রিয় হওয়ায় সারাদেশে ব্যাপক সংঘাত হয়েছে। ব্যাপক অবনতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে ক্ষয়ক্ষতির খবর। সংঘাত ও হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটে ঢাকায়। এছাড়া চট্টগ্রাম, নরসিংদি, ধানমণ্ডি, রামপুরা, যাত্রাবাড়ি, সাভার ও মাদারিপুর এলাকাতেও হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা, ২০ জুলাই : : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ । ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে। মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। ২৫০০ জনের বেশি আহত। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে কার্ফু জারি করেছে সরকার। নামানো হয়েছে সেনাও। তবে পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ।
সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশে। আন্দোলনের পুরোভাগে রয়েছেন দেশের ছাত্র-ছাত্রীরা। গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন অন্যমাত্রা নেয় গত সোমবার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্রবিক্ষোভ। পুলিশের গুলিতে ছ’জন পড়ুয়ার মৃত্যুও হয়। এরপরই বাংলাদেশের নানা প্রান্তে আগুন জ্বলে ওঠে। আন্দোলনে প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে।
প্রসঙ্গত, সংরক্ষণবিরোধী ছাত্র-যুবদের ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচির জেরে কার্যত স্তব্ধ বাংলাদেশ । অবরোধ ভাঙতে পুলিশ ও সেনা সক্রিয় হওয়ায় সারাদেশে ব্যাপক সংঘাত হয়েছে। ব্যাপক অবনতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে ক্ষয়ক্ষতির খবর। সংঘাত ও হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটে ঢাকায়। এছাড়া চট্টগ্রাম, নরসিংদি, ধানমণ্ডি, রামপুরা, যাত্রাবাড়ি, সাভার ও মাদারিপুর এলাকাতেও হতাহতের ঘটনা ঘটে।