ঢাকা, ২১ জুলাই : কোটা আন্দোলন দমনে আরও কড়া হল বাংলাদেশ সরকার ৷ বাংলাদেশে আগেই জারি করা হয়েছিল কার্ফু। তবে কার্ফু জারির পরেও শনিবার আরও সাত জন নিহতের খবর পাওয়া গিয়েছে। এরই মাঝে অগ্নিগর্ভ বাংলাদেশে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। গত এক সপ্তাহজুড়ে চলা কোটা বিরোধী রক্তক্ষয়ী আন্দোলনে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩৩ জন বাংলাদেশী ৷ যাঁদের মধ্যে অধিকাংশই ছাত্র ৷
কোটা বিরোধী আন্দোলনে বিগত কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ। ক্রমশ সরকারের আয়ত্বের বাইরে যাচ্ছে পরিস্থিতি ৷ তাই বাংলাদেশে এবার জারি হল ‘শুট অন সাইট। অর্থাৎ, রাস্তায় আন্দোলনকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হল সেনাকে ৷ শনিবার মানুষকে জরুরি সরঞ্জাম কিনতে দেওয়ার জন্য কিছুক্ষণ কারফিউ তোলা হলেও ফের মানুষকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে ৷ বেআইনি ঘোষণা করা হয়েছে যে কোনও রকমের জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন৷ পরিস্থিতি সামাল দিতে রবিবার ও সোমবার সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার।
কোটা বিরোধী আন্দোলনে বিগত কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ। ক্রমশ সরকারের আয়ত্বের বাইরে যাচ্ছে পরিস্থিতি ৷ তাই বাংলাদেশে এবার জারি হল ‘শুট অন সাইট। অর্থাৎ, রাস্তায় আন্দোলনকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হল সেনাকে ৷ শনিবার মানুষকে জরুরি সরঞ্জাম কিনতে দেওয়ার জন্য কিছুক্ষণ কারফিউ তোলা হলেও ফের মানুষকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে ৷ বেআইনি ঘোষণা করা হয়েছে যে কোনও রকমের জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন৷ পরিস্থিতি সামাল দিতে রবিবার ও সোমবার সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার।