ওয়ারেন, ৩০ জুলাই : গত শনিবার (২৭ জুলাই) গ্রীষ্মকালীন উৎসবের অংশ হিসেবে এবারই প্রথম নগরীর কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলা মেলা । আয়োজকরা জানান, মেলায় নানান পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে।
রবীন্দ্র নাথ ঠাকুরের ‘লাগিলো দোল’ গানের তালে দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলায় বাংলাদেশি জনপ্রিয় খাবারের স্টল, পোশাক ও গহনার স্টলের পাশাপাশি ছিল মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নাচে গান, আবৃত্তিসহ নানা পরিবেশনায় মুগ্ধতা ছড়ায় মেলা আগত দর্ক-শ্রেতা ও স্টলের মালিকদের।
কালিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত মেলা পরিদর্শন করেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, স্টেস্ট রিপ্রেজেনটেটিভ মাইক ম্যাকফল ও ডনাভান ম্যাকেনিসহ মূলধারা কজন রাজনৈতিক নেতা। এছাড়া কালিবাড়ি টেম্পলের পতাকা উত্তোলন করেন মেয়র লরি স্টোনসহ অতিথিরা। বাংলাদেশি খাবার ও সংস্কৃতির প্রশংসা করেন তারা।
মিশিগান কালিবাড়ি গ্রীষ্মকালীন উৎসব উপলক্ষে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করে। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন বলে এ প্রতিবিদককে জানান কালিবাড়ি কমিটির প্রেসিডেন্ট শ্যামা বি হালদার ও বাংলা মেলার অন্যতম উদ্যোক্তা মহুয়া দাস সরকার।
রবীন্দ্র নাথ ঠাকুরের ‘লাগিলো দোল’ গানের তালে দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলায় বাংলাদেশি জনপ্রিয় খাবারের স্টল, পোশাক ও গহনার স্টলের পাশাপাশি ছিল মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নাচে গান, আবৃত্তিসহ নানা পরিবেশনায় মুগ্ধতা ছড়ায় মেলা আগত দর্ক-শ্রেতা ও স্টলের মালিকদের।
কালিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত মেলা পরিদর্শন করেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, স্টেস্ট রিপ্রেজেনটেটিভ মাইক ম্যাকফল ও ডনাভান ম্যাকেনিসহ মূলধারা কজন রাজনৈতিক নেতা। এছাড়া কালিবাড়ি টেম্পলের পতাকা উত্তোলন করেন মেয়র লরি স্টোনসহ অতিথিরা। বাংলাদেশি খাবার ও সংস্কৃতির প্রশংসা করেন তারা।
মিশিগান কালিবাড়ি গ্রীষ্মকালীন উৎসব উপলক্ষে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করে। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন বলে এ প্রতিবিদককে জানান কালিবাড়ি কমিটির প্রেসিডেন্ট শ্যামা বি হালদার ও বাংলা মেলার অন্যতম উদ্যোক্তা মহুয়া দাস সরকার।